Sunday, October 30, 2016

টিলাগড় বৃক্ষ উদ্যান

টিলাগড় বৃক্ষ উদ্যান , সিলেট
নানান ধরনের বৃক্ষরাজি তে ভরা এই পার্কটি সিলেটের অন্যতম সুন্দর একটি জায়গা। অনেক এই সম্পর্কে জানে না। অবশ্য ইদানীং এর মান উন্নয়ন এর নামে চলছে ভীতরে চিড়িয়াখানা তৈরীর কাজ ও ব্রেঞ্চ বসানো। তাতে আদৌ কোন মান উন্নয়ন হচ্ছে কিনা জানি না।
সিলেট থেকে ৭ কিলো দূরে এই উদ্যানটি বালুচর নামক জায়গায়। সিলেট শহরে থেকে সি এন জি রিক্সা নিয়ে সহজেই যেতে পারবেন।
ভোর এবং সন্ধ্যায় যেতে পারেন। ঢুকতে একটি টি স্টল পাবেন চা ও পিয়াজু খেতে পারেন।

No comments:

Post a Comment